আমরা যারা প্রতিদিন সকাল বিকাল কর্মক্ষেত্রে বা স্কুল কলেজ করার জন্য বাস যাত্রা করি তারা জানি কি যুদ্ধ আমরা করি প্রতিদিন।
বাস যেখান থেকে ছাড়ে সেখান থেকে সিট নিয়ে আসা যায় কিন্তু ১/২ স্টপেজ পর আর সিট খালি থাকেনা। দাড়িয়ে গাদাগাদি করেও সবাই উঠতে পারেনা।
এই সমস্যা সমাধান করতে বাসের সংখ্যা বৃদ্ধি করলে হীতে বীপরিত হবে, যানজট দ্বিগুন হাবে অতএব ১ঘন্টার রাস্তা প্রায় দ্বিগুন হবে।
সিটি বাসের বা দিকের জোড়া সিটগুলো তুলে ফেলে পর্যাপ্ত পরিমান ধরার হাতল দিয়েদিলে অন্তত ২০/২৫ জন লোক বেশী যাওয়া যাবে। বাস স্টপেজে কাওকে দাড়িয়ে থাকতে হবেনা, আর ডান দিকের সারিতে শুধু মহিলা আর বয়স্করা বসবে।
এই চিন্তাটা কি কেও বি আর টি এ অথবা বাস মলিক সমিতির কারো মাথায় ঢুকিয়ে দেবেন ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




