লাল জামা পরা মেয়েটি, মাস্কে মুখ ঢাকা,
চোখের আভা বলে তার হৃদয়টা একাকী।
প্রথম দেখায় চোখের খেলা,
মন যেন বলে, সে এক রহস্যের ঝাঁপি।
দাঁড়িয়ে ছিল নিঃশব্দে,
শব্দহীন কথার ভিড়ে।
তবু তার চোখে ছিল কত কথা,
আমার মন ছুঁয়ে গেল তার প্রতিটা দৃষ্টি।
লাল রঙের মতো তার ভিতরটা কি উজ্জ্বল?
মাস্কের আড়ালে লুকানো কি এক নির্ভীক আত্মা?
তবু আমি জেনেছি প্রথম দেখাতেই,
সেই মায়াবী মূর্তির মাঝে আছে এক বিশেষতা।
কিছুক্ষণই ছিলাম আমরা এক কক্ষে,
তবু যেন রয়ে গেল অনেক কথার ইঙ্গিত।
প্রথম দেখার সেই মায়াবী মুহূর্তে,
তোমার চিরস্মরণীয় ছাপ আমার হৃদয়ে স্থিরিত।
— আজহার উদ্দিন
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




