বাবার স্মৃতি ও যন্ত্রণা
মাঝরাতে হঠাৎ আব্বার কথা মনে পড়ে যায়। সেই মুহূর্তগুলো যেন এক অসহ্য যন্ত্রণা নিয়ে আসে। পুরো পৃথিবী তখন নীরব, চারপাশের সবকিছু থেমে যায়, মনটা অস্থির হয়ে ওঠে। আব্বার মুখ, তার কথা, সবকিছু যেন একে একে মনে ভেসে ওঠে।
যতই সময় পেরিয়ে যায়, সেই স্মৃতিগুলো আরও গভীর হয়ে ওঠে। চোখের কোনে অশ্রু... বাকিটুকু পড়ুন