
২০১৫ সালের মাঝামাঝি, ১৩ই জুন, ফেসবুকের মাধ্যমে এক অপরিচিতার সাথে পরিচয় হলো রিদয় রহমানের। ঢাকায় থাকা মেয়েটির সাথে কথোপকথন ধীরে ধীরে গাঢ় হতে লাগল। ছবি আদান-প্রদান আর প্রতিদিনের আলাপে জমে উঠল তাদের সম্পর্ক। তবে মজার বিষয় ছিল, তারা একে অপরকে কখনও সরাসরি দেখেনি, কেবল ফেসবুকে কথা বলেই তাদের সম্পর্ক গড়ে উঠেছিল।
সেই বছরের রোজার ঈদের ঠিক দুই দিন আগে, মেয়েটি হঠাৎ করেই রিদয়কে প্রপোজ করল। রিদয়ও আনন্দের সাথে সেই প্রস্তাব গ্রহণ করল, যদিও তারা কখনও মুখোমুখি হয়নি। প্রেমের এই অদ্ভুত গল্প চলতে থাকল—সিলেটে থাকা রিদয় আর ঢাকায় থাকা মেয়েটির মধ্যকার অনলাইন সম্পর্ক।
কিন্তু প্রেম যে সীমান্ত মানে না! রিদয় সিদ্ধান্ত নিলো, সরাসরি গিয়ে মেয়েটিকে সারপ্রাইজ দেবে। ৪ অক্টোবর, ২০১৫, রিদয় ঢাকায় এসে মেয়েটির সামনে দাঁড়াল—এই ছিল তাদের প্রথম দেখা। আবেগে ভরা সেই মুহূর্ত ছিল তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।
তারপর ২২ অক্টোবর, ২০১৫, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আলহামদুলিল্লাহ আজ তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে, আর তাদের রয়েছে দুটি ফুটফুটে কন্যা সন্তান। ভবিষ্যতে যেন তাদের সুখ-সমৃদ্ধি আরও বেড়ে চলে, সেজন্য তারা সবার কাছে দোয়া কামনা করছে।
# আজহার উদ্দিন
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




