চেয়ে আছি আমি সেই পথ পানে,
যেখানে দেখা পাবো আমের মুকুল,
চেয়ে আছি আমি হাতে নিয়ে ফুল,
গন্ধহীন কাঠ গোলাপ আর
নিয়ে ছোট বকুল
তোমার প্রিয় এই অবেলায়,
আশায় বাধি বুক,
আসবে তুমি, দেখবে তুমি,
কাঠগোলাপে ছুইবে তুমি,
বকুলের মালায় দেবে সুখ।
চেয়ে আছি আমি সেই পথ পানে,
মেঘ যেখানে করে অভিমান,
উড়ে এসে, জমবে শেষে,
জমবে তোমার টানে,
আসবে তুমি, কাদবে তুমি,
অঝোর ধারায় ভিজাবে তুমি
মেঘ হয়ে পড়বে ঝড়ে,
বৃষ্টি ঝড়ার গানে।
চেয়ে আছি আমি সেই পথ পানে,
যেখানে আছে গোধুলি বিকেল বেলা।
নীল আকাশে সাদা মেঘে,
আলোছায়ায় করে খেলা।
তোমার প্রিয় এই অবেলায়,
চেয়ে আছি আমি বেশ,
আসবে তুমি, হাসবে তুমি,
ভালোবাসায় ভাসবে তুমি,
ইচ্ছের নেই তো শেষ।
চেয়ে আছি সেই রাতের আকাশে,
চাঁদ যেখানে দেয় আলো,
অবাক জোছনা পড়ে ঝড়ে,
দূর করে অন্ধকার কালো,
তোমার প্রিয় এই অবেলায়,
জোনাকি হয়ে জ্বলি,
আসবে তুমি, দেখবে তুমি,
ভালোবাসায় রাখবে তুমি,
তাই আলো আধার খেলি।
চেয়ে আছি ভোরের আলোর পানে,
শুকতারা যেখানে দেয় সাড়া,
তোমার আশায় বাধা এ বুক,
কখন দিবে তুমি সাড়া ?
তোমার প্রিয় এই অবেলায়,
চেয়ে রই তারা হয়ে ভাসি,
আসবে তুমি, দেখবে তুমি,
ভালোবাসায় মাতবে তুমি,
সেই খুশিতে হাসি।
চেয়ে আছি আমি সেই সময়ে,
আসবে তুমি হেটে,
নীল শাড়ি আর কালো কাজলে,
সাজবে তুমি বটে !
আমার প্রিয় এই সাজেতে,
হারিয়ে যাবে মন,
আসবে তুমি, দেখবো আমি,
মন হারিয়ে পাগল আমি,
ভালোবাসবো সারাক্ষন।
লেখার সময়কালঃ ১৪ জুলাই ২০২২ ( রাত ০৩:৩০ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


