মন ভাল করার সোজা রাস্তাটা
দেখেছেন মনুষ্যকূল, মনে পূরণীয় স্থান শূণ্য হলে
কিভাবে পূরিত হয় যদিও জানাননি ইশ্বর
কেবল চারিপাশের শ্যওলা এসে গর্তটুকু গিলে খায়
কিছুদিন পরে থাকে না চিন্থ,
কখনও সোদা স্রোত দীঘল রেখায়
এমন হলেও হতে পারতো
কিন্তু অবশেষে জায়গাটুকু একই রকম বিদীর্ণ থাকে
তারপরে এসে কেউ দেয় প্রলেপ এবং চাষবাস চলে জন্মানোর
থরে থরে সাজানো উত্তরে খুঁজে বেড়ায় চলে যাওয়া কাল
কেবল অর্বাচিন শ্রাদ্ধকারী কয়েক ফালি কাষ্ঠ্য জালায়
আগুনে জ্বলে শরীরের ঝুলে পড়া কাঠামো
কেউ এসে বলে বাহ! দারুণ জ্বলছে মানুষ!
গর্ত তবুও হয় না ভরাট, পুড়ে অংগার
কেবল জায়গাটুকু!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




