কাল সারা রাত তুমি ছিলে আমার মস্তিষ্ক জুড়ে
মাঝরাতে এক দমকা বাতাস এসে
মাথার ভেতর থেকে বের করে ভিজিয়ে দিলো তোমাকে
ছড়িয়ে পড়লে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় শয্যা জুড়ে
ঠিক তখনই চাঁদ অভিযাত্রার সুসংবাদ দিলো
নতুন চন্দ্রবান
মাত্র আমাদের দুজনেরই জন্য, এবং
পুরো দৃশ্য-সমেত একটা পর-ধারণকৃত সিনেমা
চালু হলো নিদ্রিত হলরুমে
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২