স্বর্ণের তীক্ষ্ণ তরবারি দিয়ে
এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে বিকাল
অথচ এর কোন দরকার নেই
আমি এমনিতেই ভুলে যাই
বিকালের তুমি
যে চেহারাটা এই বিকালে জন্ম নেয়
তার দিকে তাকিয়ে আমি আরো ভুলে যাই
আমার একটা জানাশোনা ভাষাও ছিল
তার ভেতরে পথ
ওপাড়ে যাবার
এই জ্বলজ্বলে আলোর মিছিলের
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




