অথচ সে ও বেঁচে ছিল দিব্বি কোন কালে,
স্বপ্ন হারিয়ে আজ যে মরে-পচে কংকালসার।
তার ও একটা রক্তে মাংসে দেহ ছিল,
এ দেহেও একটা স্বপ্ন বোনা রুহু ছিল।
তবে,
শুনেছি স্বপ্ন খুনির কখনো ফাঁসি হয় না নাকি?
যদি হতো তবে জেনে রাখো,
এ দেশ,এ শহরে ততগুলো হয়নি কয়েদখানা,
যেখানে তাদের যায়গা হতো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



