ছোটবেলার বিটলামিগুলা শেয়ার করতে ইচ্ছা হলো।
আমন্ত্রণ জানাচ্ছি ছ্যাড়াব্যাড়া টেলিভিশনের রাত ৮ টা ১৭ মিনিটের সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্ফোরিত।
এই উপভোগ্য আবহাওয়ায় দেশের দর্শনীয় স্থানগুলো নিয়ে দেখুন একটি রিপোর্ট।
---------------------------------------------------------
শরতের এই কালো মেঘে ঢাকা আকাশ এবং প্রচন্ড রোদে মানুষ যে খুব অশান্তিতে আছে তা নিশ্চিতভাবে বলা যাবে না। বরং দেখা যাচ্ছে, দেশের মানুষ এই মেঘলা রোদ আর গোলাপি আকাশ খুবই উপভোগ করছে। তারা বিশ্বাস করে যে, গোলাপি এখন আকাশে।
ঘাটের মড়া
ছ্যাড়াব্যাড়া টেলিভিশন।
----------------------------------------------------------
আন্তর্জাতিক আরও কিছু খবর নিয়ে ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
[শুরু হইলো এইবার এ্যাডু
----------------------------------------------
আপনি কি গত ৭ বছর ধরে একই শ্রেণীতে অধ্যয়ন করছেন?
আর চিন্তা নেই !!!
এসে গেল বিজ্ঞানের এক বিষময়কর (!!!) আবিষ্কার! আপনার সব দুশ্চিন্তার অবসান ঘটাতে এসে গেল এক তেলেসমাতি তেল , গছাধা (গরু-ছাগল-গাধা) মার্কা দুর্গন্ধী কেশ তেল! :-& এতে একই সাথে পাবেন পাবেন দুইটি উপকার! আপনার বুদ্ধি গজানোর সাথে সাথে আপনার মাথাকে চকচকে রৌদ্রোজ্জ্বল টাকে পরিনত করতে এই তেলের জুড়ি নেই!
[ তখন কি মনে করে এইরকম পাগলা টাইপের আজগুবি লেখা লিখসিলাম আল্লা মালুম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


