শেয়ারের বাজারে আমি একেবারেই নতুন।নতুন হলেও দীর্ঘদিন বাংলাদেশের শেয়ার বাজার ফলো করে এসেছি। এখানকার বাজার বোঝা খুবেই টাফ। ঢাকায় বোনের কাছে কিছু টাকা রেখেছিলাম শেয়ার কেনার জন্য। প্রায় ৬ মাস অপেক্ষা করে তারপরে উত্তরা ব্যাংক কিনলাম ১২১ টাকা করে ২০০০ হাজার। ইউসিবি এল কিনলাম ২০০ টাকা করে ১৫০০ কেনার কিছুদিন পরে রাইট আর বোনাস পেয়ে ইউসিবিএল ৩০০০ হয়েছে এবং বোনাস ২৫% আছে। উত্তরাও প্রায় বোনাসে ২০০০ থেকে ২৪০০ হয়েছে। কিন্তু এখন ইউসিবি এল এখন আছে ৪৪ এবং উত্তরা আছে প্রায়৬১ টাকা। অর্থাৎ দাম কমার পরেও আমি দুইশ টাকার ইউসুবিএল ৩২২৫০০ টাকা ইনভেষ্ট করে এখন আছে ১৩২০০০ টাকাএবং ২৫% বোনাস। ২৪১০০০ টাকার উত্তরা বোনাস সহ এখন আছে ১৪০০০০ টাকার এর মত । যারা ডাউন খাওয়ার আগে কিনেছে তাদের কি অবস্থা কে জানে।
আমি ফরেক্স মার্কেটের ছোট খাট গুরু বলতে পারেন ক্যান্ডেল চার্ট রীড করতে করতে এখন মুখস্থ প্রায়।এ বি সি ডি আর ফিবোনিচ্চি ভালোই বুঝি। সাপোর্ট আর রেজিষ্টান্স লেভেল অনেক করায়াত্বে। ইমোশনও চেক দিতে পারি যথেষ্ট। এক সপ্তাহে সর্বোচ্চ ৬৭ হাজার ডলার আয়েরও রেকর্ড আছে আবার ২৫০০০/৩০০০০ হাজার হারানোর রেকর্ড আছে। এখন অত বড় রিক্সে যাইনা। কারণ টেনশন বেড়ে যায়।আর অসুখ বিসুখ বাড়ে।এখনও আমার ট্রেডীং সাকসেস রেট ৯০% উপড়ে।কারণ আমি একটা জিনিস বুঝি যে পলো দিয়ে বড় নদীতে সারাদিন মাছের জন্য কুপিয়ে হয়রান হওয়ার চেয়ে বরং সারাদিন বসে থেকে একটা মাছ দেখে ওখানে পলো মারাই ভালো।সাকসেসের হার বেশী। সেই আমিই বাংলাদেশের শেয়ার বাজার বুঝে উঠতে পারিনি। শুধু আবেগ কন্টোল করে বাজার অনেক পরার পরে ইনভেষ্ট করেছি আর আমার লিকুয়িড মানির চেয়ে কম ইনভেষ্টমেন্ট করেছি যাতে মার্কেট পরে গেলে আরো কিনতে পারি। তাই আগামী কাল আরো ১০ হাজার ইঊসি বি এল কিনে গড়ে ৫৫ টাকার কাছাকাছি নিয়ে আসতে চাই। সাথে ৫ হাজার উত্তরা ব্যাংক। আপনাদের কি মনে হয় আমার আরেকটু অপেক্ষা করা উচিত।যদিও মার্কেট উঠতে সময় লাগবে ।আমি ১ বছর অপেক্ষ করতে রাজি আছি।কি বলেন?কিনব নাকি?
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১১ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



