আমার পরিচিতজনদের মধ্যে দুইজন ব্যাক্তি তাদের ছাত্রজীবনে অসাধারণ মেধাবী ছিলেন। দুইজনই গ্রাম্য পরিবেশে বড় হওয়া গরিব পরিবারের সন্তান ছিলেন। ছাত্র থাকা অবস্থায় সবাই তাদের নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করতো। তাদের দুইজনকেই প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিত। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত অর্জনকে নিজেদের সন্তানদের সামনে অনুকরণীয় মানদণ্ড হিসেবে তুলে ধরত।
সময় আপন নিয়মে অতিবাহিত হতে লাগলো। তারা উভয়ই ছাত্রজীবন পেড়িয়ে কর্মজীবনে প্রবেশ করলেন। একজন হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্যজন হলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক। এই অন্যজনকে মানুষ আর প্রশংসার জোয়ারে ভাসায়না। নিজেদের সন্তানদেরকে এই অন্যজনকে কেউ অনুকরণ করতে বলেনা। সকল প্রশংসা, সকল স্তুতি ওই একজনের জন্যই বরাদ্দ।
উভয়ই তো অসাধারণ রেজাল্ট নিয়ে নিজেদের শিক্ষাজীবন শেষ করেছিলেন। তবুও কেন এই প্রশংসা বিভেদ? কারণ আসলে "তারা ভালো রেজাল্ট করেছে" এইজন্য কেউ তাদেরকে প্রশংসা করেনি। বরং "ভালো রেজাল্ট করলে ভবিষ্যতে ভালো রোজগার করবে, অভিজাত সমাজে মাথা তুলে বসবাস করার জন্য একটা সোশ্যাল স্ট্যাটাস থাকবে" এইটা মাথায় রেখেই সবাই তাদের প্রশংসা করেছিলেন। কি অদ্ভুত আমাদের সমাজ তাইনা? ভালো রেজাল্ট করেও একজন শুধু ভালো রোজগার করতে পারেনি বলে সে আর প্রশংসনীয় নয়। সে আর অনুকরণীয় নয়।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




