
একটি ঝিনুক খোলের ভেতর
পরিপাটি কিছু কান্না জমিয়েছে
ভাবনায় ছিলো, তৃষ্ণা পেলে অন্ধকারে
দেখে নিতে পারবে, বিজ্ঞাপনের দুঃখ তালিকা
তাই বলে ভিক্ষাপাত্র হাতে নেয়নি
যায়নি হৃদিপটের সমুদ্র সন্ধানে
জানে, ধর্ম ওখানে
ঢেউ ভাঙে নোনা জিকিরের জপমালা—
তারচাইতে তাকে পরামর্শ দিলাম
গৃহস্থ প্রাঙ্গণে লাজুক আলাপনের গল্প করো
পরিত্যক্ত বার্তা বিনিময় ভুলে যাও
আলো তেষ্টার গাণপত্যে পেয়ে যাবে
চায়ের হকার বা একজন নামানুষ!
২৬.০৩.২০১৫│১১.২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



