আরেক ইশ্বর....
একদিন আমিই হবো নতুন পথের প্রথম পথিক....কারণ আমিই চাই বন্দনা বন্ধ করে নতুন করে বন্দনীয় কিছু করতে.... আমি ইশ্বর হতে চাই না কারণ আমি উচ্চাভিলাষি নই.. তবে হাজারো ইশ্বরের ছায়ায় আমি তৃণ হয়ে বাঁচাটাও পছন্দ করি না।ধর্ম বাদেও আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই অজস্র ব্যক্তি বা বস্তুকে পূজা করে চলেছি আনমনে......
সবাই যদি ছফা , আজাদ, গুণ, দাশ, শ চন্দ্র কিংবা রবি পূজা করি তাহলে পৃথিবীতে আর কোন নতুন ধারার নতুন সৃষ্টি জন্ম নিবে না। সবাই হবে......... প্রভাবিত।আমাদের সমস্যাটা হলো শ্রদ্ধায় আমার এতটাই বিগলিত হই যে....সেটাকেই আমাদের চূড়ান্ত লক্ষ বানিয়ে ফেলি।আমরা ভূলে যাই আমাদের নিজেদের অনেক ক্ষমতা আছে....ইচ্ছে করলে আমরাও হতে পারি একজন স্রষ্টা।।
ভাংবো সবকিছু...
চুরমার করে দিব হাজারো বিধাতার অস্তিত্ব
সমাজের শৃঙ্খল আমাদের মনকে এমনভাবে বেধে ফেলেছে যে আমরা নিজেকে স্রষ্টা ভাবতে ভূলে গেছি।
আমরা এখন শুধুই পাঠক , অথবা শুধুই দর্শক।
সৃষ্টি করার সাহস আমাদের নেই।
কারণ বন্দনা করতে করতে আমরা বান্দী হয়ে গেছি।
আমি আর বান্দী থাকতে চাই না। এবার আমি স্রষ্টা হবো।ভাংব আর ... নতুন করে গড়ব নতুন একটি ধারা.... আমি হয়ে যাব একদিন একজন নতুন ইশ্বর....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




