প্রজাপতির ডানায় মাখা ফোটা ফোটা স্বপ্ন
বসন্তের মাতাল বাতাসে নেচে নেচে
রংগিন ফুলের গন্ধে ভেসে
কি উতলা ছোঁয়া দিয়ে গেলে আমাকে
আমি যে হারিয়ে গেলাম তোমাতে
আমি যেন হারিয়ে গেলাম কোথাতে
তোমাতে ছোয়া লেগে ভেসে আসা সমীরণে.....
...................................................
লিখতে পারছিনা
যতটা গভীরে যাচ্ছি আমি
লেখা ততদুর যেতেই পারছে না
বিন্দুমাত্র হলো না প্রকাশ আমার তীব্রতা
প্লাবিত করে দিয়ে যাচ্ছো তুমি আমাকে..
আমি মগ্ন গভীর অনুভবে............
উত্সর্গ-
(প্রেম করেছি মনে মনে , বন্ধু আমি তোমার সনে)
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




