‘ধীরে বহ বাঁহে
লাগছে বড্ড বেশি’
কাঁটাতার তার তার পরে
ভূমি মানব জল আকাশ
দুটো পাখি উড়ে যাচ্ছে
তোমার এই আঁখি মাড়িয়ে
দেওনা উড়িয়ে গুঁড়িয়ে নেংটিয়ে
আমরা তোমাদের উঠানে
যাই
বিধাতা আমাদের কেনও জানি
মন দিয়েছেন ভুলে যেতে
যতটুকু দেখা যা যায়
তার সবটুকুই কিন্তু
মানব নয়
তার পিছনে থাকে কি যেনও
এক পশু এক দঙ্গল আমাজন
বিভাজন করে দাগ টেনে
মেপে মেপে
তলে অতলে
ছলে বলে
চলছে কি এক খেলা
এপারে আসলে ঠ্যাঙ ভেঙ্গে ঠোঙা করে দিব
বিধবা করে দিব
ঝুলবে নিয়ন আলোর প্রস্রাবে
পুই শাকের রক্ত বীজের মত গড়িয়ে
যাবে দিবানিশি লাল লাল লাভা
বাঙলার হাজারও নদী
আমাদের চোখ কি নিয়ে গেছে
চিলে
মন কি হারিয়েছে
ডলারের খোশবুতে
তবু কিছু কিছু মানবের মন পুড়ে
কাঁদে
রক্তস্রোত হৃদয়স্রোত
গলিয়ে গলিয়ে পড়ে
আমরা মানব হই
(উৎসর্গঃ পৃথিবী নামক গ্রহের সিমান্তে নির্যাতিত ভূমি মানি হীন দিনহীন সকল
‘ধীরে বহ বাঁহে
লাগছে বড্ড বেশি’
কাঁটাতার তার তার পরে
ভূমি মানব জল আকাশ
দুটো পাখি উড়ে যাচ্ছে
তোমার এই আঁখি মাড়িয়ে
দেওনা উড়িয়ে গুঁড়িয়ে নেংটিয়ে
আমরা তোমাদের উঠানে
যাই
বিধাতা আমাদের কেনও জানি
মন দিয়েছেন ভুলে যেতে
যতটুকু দেখা যা যায়
তার সবটুকুই কিন্তু
মানব নয়
তার পিছনে থাকে কি যেনও
এক পশু এক দঙ্গল আমাজন
বিভাজন করে দাগ টেনে
মেপে মেপে
তলে অতলে
ছলে বলে
চলছে কি এক খেলা
এপারে আসলে ঠ্যাঙ ভেঙ্গে ঠোঙা করে দিব
বিধবা করে দিব
ঝুলবে নিয়ন আলোর প্রস্রাবে
পুই শাকের রক্ত বীজের মত গড়িয়ে
যাবে দিবানিশি লাল লাল লাভা
বাঙলার হাজারও নদী
আমাদের চোখ কি নিয়ে গেছে
চিলে
মন কি হারিয়েছে
ডলারের খোশবুতে
তবু কিছু কিছু মানবের মন পুড়ে
কাঁদে
রক্তস্রোত হৃদয়স্রোত
গলিয়ে গলিয়ে পড়ে
আমরা মানব হই
(উৎসর্গঃ পৃথিবী নামক গ্রহের সিমান্তে নির্যাতিত ভূমি মানি হীন দিনহীন সকল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




