১।
নিজেকে নিয়ে মাঝে মাঝে
ভাবি একাকী
নিজের জন্য নিজের দুঃখ হয়
পাতারা এতো এতো ঝরে যায়
তবু কেনও মানচিত্রে
হেসে যায় বোকারা
দাত কিলকিলিয়ে?
২।
সবার মন পড়তে পারি
পাতায় পাতায় কি পড়েছে সবাই
জানি সবারই কেউ না কেউ আছে
মোবাইল বেজে উঠে নিশিদিন
ফেসবুকের পাতায় বলছে সবাই আছি আছি পাশে
যদি মন চায় মনে রেখো আমায় ভুলে কিংবা কূলে
৩।
একবারই প্রেমে পড়তে চেয়েছি
মৃত পাখির ডানায় চরে
জানি তোমরা হৃদয় খুলে
নিচ্ছ দখিনা বাতাস
নতুন হাওয়া
আমি পুরনো পোশাক নতুন করেই পড়ি
আমি পুরনো প্রেম নতুন করেই গড়ি
৪।
জানি অনেক করেছ তুমি
আমার হৃদয়টাকে এফোঁড় ওফোঁড় করেছ
আর সইতে পারি না
এখন শুধু এই নীল আকাশ আর আমি
ডানা মেলা পাখি হয়ে শুধু উড়তে চাই
কিংবা চোখ বন্ধ করে
প্রিয় কবিতার পঙক্তি গুলি আওড়াতে চাই
৫।
তুমি সচেতনে অনেক যত্ন করে ভালোবেসে
অচেতনে ছুরি চালিয়েছ আমার বুকে
৬।
জীবনের সব আদর্শ বাদ
দিয়ে আজ আমার কাজ করে যাবার দিন
সরে দাঁড়াও যাযাবর
৭।
বৃষ্টির দিনে পিঁপড়ের মত জীবন নিয়ে কেউ কি বাঁচে?
মৃতেরা মরে থাকবে জেগে উঠবে না;
কিন্তু আমরা মরবো জেনেও বার বার বেচে উঠি
অমর প্রেমে!
৮।
তোমার দেয়া দুঃখগুলোর প্রতিদান আমি দেইনি
কেননা মনে রেখ তোমার দুঃখ মানে আমারও দুঃখ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




