শাহবাগ মোড়ে রাজাকারের ফাঁসি একটাই দাবি বলে শোরগোল তুলছে।
তাদের মতো আমিও এই সব ঘৃণ্য রাজাকারদের ফাঁসি চাই।
কিন্তু আরও কিছু বিষয় নিয়ে কি এই জনজোয়ার আন্দলোন চালিয়ে যাবে??
একইসাথে
লগি বৈঠার আন্দোলনের মাধ্যমে মানুষ কে মারাও মানবতাবিরোধী অপরাধ।
দেশের অর্থনীতি কে ধ্বংস করে দিয়ে মানুষকে তিলে তিলে মারাও এক ধরনের মানবতাবিরোধি অপরাধ।
দুর্নীতি লোটপাটের মাধ্যমে দেশ কে পিছিয়ে দেয়াও মানবতাবিরোধি অপরাধ।
জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসে জনগণের প্রতিপক্ষ হয়ে যাওয়া ও একধরনের মানবতাবিরোধী অপরাধ।
দেশকে খুন গুমের মাধ্যমে মৃত্যু উপত্যকায় পরিণত করাও মানবতাবিরোধি অপরাধ।
১৯৫ জন স্বীকৃত ঘৃণিত কসাইকে ক্ষমা করে দেয়াও মানবতাবিরোধী অপরাধ।
তাজনিন গার্মেন্টস এ ২০০ এর অধিক মানবকে ঠাণ্ডা মাথায় আগুনে পুড়িয়ে মারাও মানবতাবিরোধি অপরাধ।
বর্তমান আওয়ামী সরকারের এরকম হাজার মানবতাবিরোধি অপরাধ এর কঠিন কঠোর বিচার নিয়েও তরুণ সমাজ কি আন্দোলন করতে পারবে এই শাহবাগে??
পারবে না; কারণ নিজের চোখে দেখে আসলাম সরকারি পুলিশ পহারায় আন্দোলনের নামে প্রহসন হচ্ছে; হচ্ছে তামাশা।
ভারতে কয়েকদিন আগে দামিনীর গণধর্ষণ নিয়ে সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমেছে; পুলিশ লাঠি কামান নিয়ে হামলয়ে পড়েছে। তারপরেও তারা দমেনি; পুলিশের মার খেয়ে খেয়ে তারা ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবসথা করেছে।
কিছুদিন আগে এই শাহবাগেই সাধারণ শিক্ষকদের দাঁড়াতে দেয়নি পুলিশ; পিপার স্প্রেতে তাদের কে করেছে পর্যুদস্ত... একজন শিক্ষক মারা গেছেন পরবর্তীতে।
আন্দোলন হয় কুনো কিছু প্রতিষ্ঠার জন্য কিংবা আদায়ের জন্য। এবং সেই আন্দোলন হয় রক্তাক্ত এবং সর্বক্ষেত্রে সরকার বিরোধী।
কিন্তু শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নামে চলছে সরকারের দুর্নীতি, ব্যর্থতা, কুশাসন। অপশাসন, গুম, খুন এর মহোৎসব ঢাকার আন্দলোন এবং এক্ষেত্রে সরকার তার হালুয়া ভোগী মিডিয়া ও সুশীল বেশ্যাদের নামিয়েছে পথে।
বাংলাদেশের ইতিহাসে কেউ কি কখনো এই রকম সরকারি দল মদদপুষ্ট আন্দোলন দেখেছে??
নতুন জেনারেশন কে বিভ্রান্ত করছে এরা; এবং এটাই কিন্তু আওয়ামী রাজনীতির মূল শক্তি। তারা টিকে আছে প্রতারণা, মিথ্যা ও চতুরতার রাজনীতির মাধ্যমে।
তাই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পাশাপাশি আওয়ামী ভণ্ড রাজনীতি ও তাদের দোসরদের প্রতিহত করার রাজনীতি ই পারে নতুন বাংলাদেশ গড়ে তুলতে।
না হলে আবারও বাংলাদেশ পিছিয়ে পড়বে যেভাবে পিছিয়ে পড়েছে গত ৪২ বছর!?
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




