সেন্টমার্টিন যাওয়ার জন্য গিয়েছিলাম টেকনাফ। সেখানে টেকনাফ বিচ সহ ঘুরলাম বেশ কিছু যায়গা। টেকনাফে দেখা মিল্ল ইলিশ ও রূপচাঁদার আড়ত এর।
টেকনাফ ভ্রমণ জীবনের অন্য এক মজার সময়। বাধ্য হয়ে টেকনাফ ভ্রমণ করতে হলেও লস হয় নি। দেখলাম এখানকার সি বিচ, ট্রলার ঘাট, বাজার, বার্মিজ মার্কেট, হোটেল ও অনেক কিছু। প্রেরণা পেলে আস্তে আস্তে সবই শেয়ার করব সামুর ভাই ব্রাদার মামুদের সাথে।
অফ টপিকঃ দোয়া করবেন, আমি যেন আরো বেশি বেশি ভ্রমণ করতে পারি, আর ভাল ও দেখানোর মত সুন্দর কন্টেন্ট ধারণ করে আনতে পারি। আমার রেগুলার টিউব ব্লগঃ https://goo.gl/22LAKD (সাবস্ক্রাইব করতে পারেন) একই সাথে প্রকাশিতঃ http://ittihadul.com/576 (এখানে যা আছে তা'ই, ভিজিটের দরকার নাই)
সূরাঃ ৯৬ আলাক, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ- ১। পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ২। সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে ৩। পড় তোমার রব মহামহিমাম্বিত ৪। যিনি... ...বাকিটুকু পড়ুন
দক্ষিণ এশিয়ার ইতিহাসে কিছু মানুষ আছেন, যাঁদের ভূমিকা একদিকে যুগান্তকারী, অন্যদিকে গভীরভাবে বিতর্কিত। যোগেন্দ্রনাথ মন্ডল সেই বিরল ব্যক্তিত্বদের একজন। পাকিস্তান রাষ্ট্রের জন্মপ্রক্রিয়ায় তিনি ছিলেন একেবারে কেন্দ্রীয় চরিত্র। অথচ কয়েক... ...বাকিটুকু পড়ুন
সাল ২০০৮। ব্লগারদের দারুণ সমাগম আর চরম জোশ। ব্লগে ঝড় তুলে দুনিয়া পাল্টে দেওয়ার স্বপ্ন তখন সবার। বিএনপি আর জামায়াত জোট তখন ভীষণ কোণঠাসা। কেউ একজন মুখ ফসকে ওদের পক্ষে... ...বাকিটুকু পড়ুন
বিয়ের পর পর যখন সৌদি আরব গিয়েছিলাম নতুন বউ হিসেবে দারুন ওয়েলকাম পেয়েছিলাম যা কল্পনার বাইরে। ১০ দিনে মক্কা-মদিনা-তায়েফ-মক্কা জিয়ারাহ, ঘোরাফেরা এবং টুকটাক শপিং শেষে মক্কা থেকে জেদ্দা গাড়ীতে... ...বাকিটুকু পড়ুন