আমার দু-চোখ আজ ভিজে যায়
কান্নায় নাকি মিথ্যে কোনো ভরসায়,
নিঃসঙ্গ আমি ফাঁকা রাস্তায়
কারা ভোট দিতে যায়,
আমাদের ভোট তবু তুমি পেতে চাও
প্রতিবার এইভাবে ঠিক লুটে নাও
মাছ-ভাত নয় আমাদের খেতে চাও..
আরো বেশি আরো দর কষা-কষি করে যাও
আমাদের বেচে দাও!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


