"একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।" -ফারসি প্রবাদ
কথাটার ব্যখ্যা আমি এভাবে করি, .....
অনেকেই বলে প্রেমিক/প্রেমিকা চলে গেছে কষ্টে আছি, এই সেই কষ্ট। আসল কথা হল, আপনার জগত অনেক ছোট ছিল, আপনি সেই পিপড়ার গর্তে বাস করতেন। নিজের সম্পুর্ন অস্তিত্ত দিয়ে মাত্র একজনকে নিয়েই সেই ঘরে বসবাস করতে চেয়েছিলেন। তাই আপনার কষ্টের পরিমান এত্ত বেশি!!!!
একারনেই মাত্র একজনের চলে যাওয়াই, বা মাত্র এক ফোঁটা শিশিরেই বন্যা হয়ে গেল।কিন্তু আপনি নিজের আশেপাশে যদি একটা সমুদ্রের মত বানিয়ে রাখতেন,হাজারো মানুষে গড়ে উঠা সেই সমুদ্র, তাহলে মাত্র এক ফোঁটা শিশিরে তেমন কিচ্ছু হত না।
তাই বলি পিঁপড়ের গর্ত থেকে বের হয়ে আসুন, দেখুন আপনার আশেপাশে হাজারও বিচিত্রতা, আপনি মানুষ, শুধু একজনের ভালবাসায় বন্দী থাকার জন্য না।বাবা মা পরিবার বন্ধু সবাইকে নিয়ে নিজেকে পরিপুর্ন করে তুলেন।আপনার জগত বড় হলেই আপনার ভালোবাসা কমে যাবে তাও কিন্তু না।
যে ভালবাসবে, আপনি সাত সমুদ্র তের নদীর ওপারে থাকলেও আপনাকেই ভালবাসবে। আর তা না হলে সে চলে গেলে আপনার জীবন কুটুরিতে বন্যা দেখা দিবে... ভয়াল সেই বন্যার আর্তনাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


