ঘর ছেড়েছিলাম সেই ২০০৬ এ, গত আট বছর পরিবারের বাইরে থেকে থেকে নিজেকে অসামাজিক প্রানী হিসেবেই আবিস্কার করে যাচ্ছি বারবার।
যে বয়সটাতে রাতে দেরী করে ঘরে ফেরার জন্য আব্বা বকাঝকা করবে কিংবা খাবার টেবিলে বসে আজাইড়া মধুর সুরে বকবক করতেই থাকবে অথবা চাকরী হচ্ছেনা বলে গভীর আক্ষেপে হতাশার নিশ্বাস ফেলবে সেই বয়সটায় আব্বাকে কাছে পাই নাই।
যে বয়সটাতে কোন মেয়ের সাথে কি করি জানার জন্য আম্মা পেছনে লেগে থাকবে কিংবা ঠিকমত খাই নাই বলে জগতের সবচেয়ে বিশুদ্ধতম মমতা নিয়ে বকা দিবে অথবা অসুস্থতার দোহাই দিয়ে সারারাত পাশে বসে থাকবে সেই বয়সটাতে মা-কে কাছে পাই নাই।
যে বয়সটাতে মানিব্যাগ থেকে টাকা চুরি করে ছোট বোন চকোলেট খাবে কিংবা ঘরে ফিরতেই ঝাপিয়ে পরবে আমার কোলে অথবা গুটিগুটি হাতে "অ আ ক খ.." শেখানোর জন্য আমার সামনে বসে থাকবে সেই বয়সটাতে ছোট বোন-কে কাছে পাই নাই।
...আমি আবার একটা জীবন চাই, আবার একটা জীবন যেখানে পরিবারের বাইরে থাকতে হবেনা আমাকে, যেখানে মায়ের কোলে মাথা রাখার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবেনা কিংবা বোনের ছোট্ট ছোট্ট আবদার মোবাইলে শুনতে হবেনা।
এই এক জীবনে পরিবারের মায়াটূকো আর পাওয়া হইল না!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


