আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান??? তাহলে নিজের কপালের মধ্যিখানে দুইটা কষায়া থাপরা মারেন।এক্ষুনি মারেন.......
গাড়ি আপনার নাই, হেটে যাওয়া অনেক দূর, রিক্সা ভাড়া শুনলে আপনার মানিব্যাগ এর চিপায় লুকিয়ে থাকা দুই চারটা দশ পাচ টাকার নোট ও হো হো করে হেসে উঠবে।
বার্গার পিজ্জা দামী জিনিস, রাস্তার ভেলপুরী ঝালমুড়ি পেটে সয় না, ফাস্ট ফুডে বসে ফুচকা খাওয়ার চেয়ে দুপুরের খাবারে এক প্লেট এক্সট্রা মুরগীর মাংস খাওয়া আপনার জন্য অধিক শাশ্রয়ী।
বাপে আপনার হাতে ক্রেডিট কার্ড তুলে দিবেনা, মানিব্যাগ থেকে কিংবা বাপের জমানো টাকা থেকে চুরি করা বিবেকে বাধে, প্রতিদিন বের হওয়ার সময় মায়ের কাছে হাত পেতে ঘ্যানর ঘ্যানর করা আপনার নিত্য নৈমত্তিক কাজ।
বাপের বিজনেসে জয়েন করার সামর্থ্য নাই, রিক্সা ভ্যান চালানো আপনার আত্মসম্মানে বাধে, চাকরী খুজার জন্য মামা চাচার খোজ করে কিংবা মেধা দিয়ে খেটেখুটে আপনাকে জীবিকা খুজতে হবে
......জি আপনি মধ্যবিত্ত। আপনি কপালপুড়া। আপনাকে সবাই লাত্থি মারবে, সব জায়গায় আপনি হোচট খাবেন।এটুকো চেস্টা করেন, আপনার পরবর্তী বংশধর যেন অন্তত মধ্যবিত্ত না হয়।
...আসলেই জগতের সব নিয়ম শুধু মধ্যবিত্তকেই নির্যাতন করার জন্যই তৈরী করা হইছে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


