আপনারা জানেন ,আগামী ১৩ ই মার্চ গনজাগরণের মঞ্চের পূর্বঘোষিত সমাবেশ প্রতিহত করার ঘোষনা দেয় হেফাজতে ইসলাম । আমরা দ্ব্যর্থহীনভাবে আওয়াজ তুলতে চাই গনজাগরণের মঞ্চ কোনো ধর্মের বিরুদ্ধে নয় ।
আমরা মনে বাংলাদেশে এখন দু টো চিন্তার পরস্পরের সাথে সংঘষ চলছে। এক ,দেশের স্বাধীনতার পক্ষের শক্তি ,যারা অসাম্প্রাদায়িক বাংলাদেশ চাই যারা মনে করে ঘাতকদের বিচার না হলে তারা ইতিহাসের দায় থেকে মুক্তি পাবে না ,যারা আওযাজ তুলেছে "ধর্ম যার যার ,রাষ্ট্র সবার ,আমার মাটি আমার মা পাকিস্তান হবে না ।
দুই ,এই পক্ষ চাই ,ঘাতকদের মুক্তি। দেশ হবে কেবল তাদের ,মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন তাদের আতংক ,তারা সবাই বলছে "আমরা সবাই তালেবান বাংলা হবে পাকিস্তান "
চট্টগ্রামের জনগণ পাকিস্তানি দালালদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হেফাজতে হরতাল প্রত্যাখান করেছে ।
মুক্তি আমাদের লড়া্ইয়ে,রাজপথে,,এই আমাদের পণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


