বিগত ১৫ বছর বিএনপি কে ঠেকানোর জন্য আওয়ামিলীগ যে পরিমান মামলা ও জুলুম অত্যাচার করেছে, তার সিকি ভাগ অন্য কোন দল সহ্য করেনি। জামাত নেতাদের ফাঁসি দিয়েছে, সাকা চৌধুরীকেও তারা ফাঁসি দিয়েছে রাজাকার হিসাবে। কিন্তু বিরোধী দলের আন্দোলোন দমন করার জন্য তারা বিএনপিকেই টার্গেট করে বার বার তাদের উপর অত্যাচার নিপিড়ন চালিয়েছে। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। তারেককে দেশ ছাড়া করেছে, এসবই বিএনপিকে ধ্বংস ও অত্যাচারের উদহারণ। বিএনপির হাজার হাজার নেতা কর্মি দিনের পর দিন নিজ ঘরে ঘুমাতে পারেনি শুধু বিএনপি সমর্থক বলে।
সেই প্রেক্ষিতে এখন নির্বাচন করে ক্ষমতায় যেতে চাওয়া বিএনপির জন্য বাড়তি কোন আব্দার নয়, যেহেতু তারা মাত্রাতিরিক্ত মজলুম। তারা এখন ক্ষমতার আস্বাদন চাইতেই পারে। পাশপাশি সংস্কার না করলে বিএনপিকেই মখা আলমগীরের মতো সচিবরা আবরো ল্যাং মেরে ফেলে দেবে, সেটাও বুঝতে হবে। কারণ প্রশাসনের প্রতিটা স্তরই নৌকা দ্বারা ট্রমাটাইজড। তারা সুযোগ পেলেই আবারো দূর্ণীতির মহোৎসব লাগিয়ে দেবে তাতে কোন সন্দেহ নাই।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




