গেছিলাম এক গ্রাম্য সালিশ বৈঠকে। জমি জমার কাগজ পাতি নিয়া করাবার। এক পক্ষ আনছে বিজ্ঞ উকিল। আর প্রতিপক্ষ আনছে (অ)বিজ্ঞ ছাত্রদলের উঠতি ক্যাডার! বুঝেন এলা অবস্থা! বিজ্ঞ ছাত্র দল ক্যাডার উপস্থিত সার্ভেয়ারকে যেভাবে যেভাবে নির্দেশ দিলো, জনাব সার্ভেয়ার সেই ভাবেই রিপোর্ট লিপিবদ্ধ করলো। বিজ্ঞ উকিল যতই কাগজ পত্র দিয়ে তার পক্ষের কথা বোঝাতে চায়, সার্ভেয়ার ঘুরে ফিরে (অ)বিজ্ঞ ছাত্রদলের সুরে মিউ মিউ করে।
তাতে বোঝা গেলো ছাত্র দল করতে পারলেই উকালতি পাশ! এমনকি তারা প্রয়োজনে ডাক্তারী মোক্তারী প্রকৌশলী সহ সব বিদ্যায় পারদর্শী বলে গন্য হইবে। অপারেশন থিয়েটারে গিয়েও তারা ডাক্তার সাবদের কাচি ধরা শিখাতে পারবে বা নিজেই অপারেশন করতে পারবে!
এই পরিবেশ আমাদের জন্য খুবই ভীতিকর। তবে এর জন্য আম্লীগ দায়ী .... তারা বিএনপিকে বিগত ১৭ বছর ধরে একটি প্রতিবন্ধী দলে পরিণত করেছে ... তাই এই প্রতিবন্ধী রাজনৈতিক দলের থেকে ভালো কিছু এই মুহূর্তে আশা করা যায় না।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




