আজ শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে আমি আশাহত হলাম।আমার শঙ্কা যেকোন মূল্যে এই দূর্নীতিবাজ ভিসি ও প্রো-ভিসিকে টিকিয়ে রাখতে চায় সরকার।কিন্তু কেন? উনি গোপালগন্জের বলে নাকি হাসিনার বেয়াই শ্রমমন্ত্রী মোশারফের সাথে তাদের বিশেষ সম্পর্ক আছে?
সরকারি মিডিয়াগুলো আমাদের শ্রেষ্ঠ এই শ্রদ্ধেয় স্যারদের চরিত্রহননে উঠেপড়ে লেগেছে।এদের জঙ্গি,জামাত,হিযবুত তাহরির বলে কুৎসা রটাচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ সরকারের এক সফল ও সৎ মন্ত্রী কিন্তু এখন তিনিও বিতর্কিত হচ্ছেন।যেখানে বুয়েটের ৯০ শতাংশ লোক এদের অপসারন চায় তখন কেন এদের ধরে রাখা?শিক্ষামন্তীর মত সজ্জন লোক এখন ষড়যন্ত্র খুজছেন, যা লজ্জাজনক।
সরকারের এই গোয়ার্তোমি কারো জন্য ভালো হবে না।তাই আমার আবেদন রবিবারের আগেই এই দুইজনকে অপসারন করে জনমতকে শ্রদ্ধা জানান।অন্যথায় এর জন্য জাতি মাননীয় প্রধানমন্ত্রীকে কখনোই ক্ষমা করবে না।
যদি বঙ্গন্ধু আজ বেঁচে থাকতেন তিনি এই অন্যায় সহ্য করতেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






