কি আশ্চর্য!! কি অকল্পনীয়!!
সবাই ভাববে এবং বলবে কি করে এটা সম্ভব! কিন্তু বাস্তবতা অত ষহজ নয়। অনেক কাঠ খড় পুড়িয়ে, অনেক প্রতিক’লতার মাঝে সামুতে চলতে হচ্ছে, সামুতে ব্লগিং করতে হচ্ছে।
অনেক ব্লগার মান-অভিমান করে সামু ছেড়ে চলে যাচ্ছে। কেউ কেউ সামুকে দোষ দিয়ে যাচ্ছে যে, সামু খুব খারাপ হয়ে গেছে। আগের মতো আর ভাল ব্লগিংএর পরিবেশ নেই। কিন্তু সামুর কি দোষ! সামুতো আর কাউকে খারাপ কিছু লিখতে বলেনি। দোষ হলো যে বা যারা খারাপ ব্লগিং করে তার বা তাদের।
সামুতে চলার পথে অনেক কিছু শিখেছি, শিখছি। কিন্তু আমি ব্লগ ছেড়ে যাই নি। আরো যেন অনেক দিন থাকতে পারি এই ব্লগে, তা আসে যতই বাঁধা।
একদিন যেন সত্যিই সত্যিই বলতে পারি সামুতে আজ আমার দশ বা বার বছর পূর্ণ হলো, কি আসাধারণ অনুভূতি!!
সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।
আমার ব্লগ পরিসংখ্যান----
পোস্ট করছেনে: ৩২টি
মন্তব্য করছেনে: ৪৭১১টি
মন্তব্য পয়েছেনে: ১৯২২টি
ব্লগ লখিছেনে: ১০ বছর ০ মাস
ব্লগটি মোট ৪১৯৮৯ বার দখো হযেছে
অনেক পোস্ট ড্রাফটে রাখা আছে, তাই মন্তব্য পেয়েছেন কম দেখা যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


