জনপ্রিয় চরিত্র মাসুদরানা-কে নিয়ে ১৯৭৩ সালে সিনেমা নির্মাণ করা হয়। পরবর্তী কালের জনপ্রিয় নায়ক সোহেল রানার প্রথম সিনেমা এটি। সোহেল রানা (পরিচালক নাম মাসুদ পারভেজ) পরিচালিত প্রথম ছবিও এটিই। মাসুদ রানা সিরিজের ‘বিস্মরণ’ অবলম্বনে ১৯৭৩ সালে নির্মিত এই ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে।
মাসুদ রানার পর বাদল রহমানের এমিলের গোয়েন্দা বাহিনী কিংবা মোর্শেদুল ইসলামের দীপু নম্বর টু-এর মতো শিশু গোয়েন্দা কাহিনী নিয়ে চলচ্চিত্র হলেও পূর্ণবয়সী গোয়েন্দাদের নিয়ে আর কোনো সিনেমাই বলতে গেলে হয়নি বাংলাদেশে।
পশ্চিমবাংলায় সত্যজিৎ রায় এবং তার ছেলে সন্দ্বীপ রায় অবশ্য ফেলুদা নিয়ে বেশ কিছু সিনেমা করেছেন।
গোয়েন্দা গল্প নিয়ে বাংলা ভাষায় যেসব সিনেমা হয়েছে তার একটি তালিকা করতে চাচ্ছি।
কয়েকটি নাম আমি দিচ্ছি:
ভানু গোয়েন্দা জহর এসিস্ট্যান্ট (১৯৭১)
মাসুদ রানা (১৯৭৪)
সোনার কেল্লা (১৯৭৪)
জয় বাবা ফেলুনাথ (১৯৭৮)
এমিলের গোয়েন্দা বাহিনী (১৯৮০)
দীপু নম্বর টু (১৯৯৬)
বোম্বাইয়ের বোম্বেটে (২০০৩)
টিনটোরেটোর যীশু (?)
কৈলাসে কেলেংকারী (?)
রয়্যাল বেঙ্গল রহস্য (২০১১)
এই পোস্টে মন্তব্য করে এবং অন্য কোনো লেখার লিঙ্ক দিয়ে এই বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




