প্রবাসের ঈদ তো হয় একদিন ই,দেশের মতো তিনদিন ঈদ করার সৌভাগ্য তো আর হয় না
আর এবার ঈদ হয়েছে রবিবার এ
যত পরিচিত বন্ধুবান্ধব আছে তাদেরকে ফোন করলাম ঈদ এর শুভেচ্ছা জানালাম।বাসায় আসতে বললাম
অনেক কিছুই রান্না করলাম চিকেন বিরিয়ানী,খাসির রেজালা,চিলি বিফ,কাবাব,চিকেন শাষলি,পায়েস,কেক;সকাল এ বের হয়েই কাছের সবার বাসায় গেলাম ,আবার তারাও আসলো,৬ কেজি চালের বিরিয়ানী শেষ,তাহলে বুঝতেই পারছেন ভালোই গেস্ট আসছে,ঈদ ঈদ ভাবটা মনে হচ্ছিল,নতুন রান্না শিখছি,খাওয়াতে ভালোই লাগে
খাওয়ার পরে সবার চেহারা দেখে তো মনে হয় খাওয়া মজাই হয়
সবসময় ঈদ কিন্তু এত জমজমাট হয় না,
কিন্তু ঝামেলাটা হয় যখন কারও টাইম এর সাথে আমারটা মিলে না,নতুন রান্না শিখছি অনেক প্ল্যান করে রান্না বান্না করতে হয়
এই ধরণের একটি ঘটনাই বিড়ম্বনার পর্যায়ে এসে দাড়িঁয়েছে
---
দিন শেষে খুশিমনে বাসায় এসে ফ্রেশ হচ্ছি, এক ভাইয়া ভাবী কল করলেন,
[ওনারা একটু দুরে থাকেন ,আমাদের বাসায় আসতে হলে ৪৫ মিনিটের ড্রাইভিং ]
যথারীতি ঈদ মোবারক জানালাম।
ভাবী: সরি,তোমার বাসায় আসতে পারলাম না,আসলে আমার শ্বশুর-শ্বাশুরি আসতে চাচ্ছিলেন না,এতদুরে আসা
[আংকেল আন্টি মানে ওনার শ্বশুর-শ্বাশুরি আমাদেরকে অনেক আদর করেন,
আমি: হমম আসলে ঈদের দিন,মেহমান আসে সবাই একটু টায়ার্ড ই থাকে,
ভাবী: তুমি কিছু মনে কর নাই তো
আমি: না ভাবী ঠিক আছে,কোন একটা weekend এ এসে ঘুরে যাবেন
ভাবী:একটা কাজ করি আগামী রবিবার এ আসি
আমি: ভাবী আগামী রবিবার তো দুপুরে একটা দাওয়াত আছে
ভাবী: ওক ,তাহলে শনিবার রাতে আসি
আমি: [অনিচ্ছাসত্তেও
ভাবী: তুমি তাহলে আমার দেবর আর শ্বাশুরিকে কল করে বলে দিও
আমি: আপনার দেবর কি আসতে পারবে? মানে ফ্রি থাকবে, ওনার তো আবার জমজ পিচ্ছি,দু বাচ্চা নিয়ে এত দুরে আসা জার্নি করে
ভাবী:আরে না তোমার সাথে কথা বলার আগেই আমি আমার দেবরের বউ এর সাথে কথা বলেছি
আমি: ওক ভাবী,তাহলে শনিবার রাতে দেখা হবে
খুব রাগ উঠছে টোটেল গেস্ট হলো ৭ জন,ঈদে এত রান্না করলাম এখন আর এনার্জি নাই রান্না করার,
একটু পরে আবার ফোন,একি ভাবী
আমি: হ্যা ভাবী কি খবর
ভাবী: তোমাকে একটা জিনিস তো বলতেই ভুলে গেছি,ওয়াশিংটন থেকে আমার ছোট বোন আসতে পারে আগামী শনিবার,ওরাও হয়তো আসবে আমার সাথে
[আমার মনে হলো দাওয়াত ক্যানসেল করার সু্যোগ
আমি:
ভাবী: আরে না ঠিক আছে,ওর কাছে প্রায় সময় তোমার গল্প করি,ও নিজেও তোমাকে দেখতে চায়
আমি: ওক ভাবী
ভাবী: আমরা বিকালের দিকে চলে আসব
আমি: হমম আসেন একসাথে নাস্তা করব গল্প করব
টোটেল গেস্ট হলো ১১ জন
এখন ভাবছি ঈদে আসতে বলে কি ভুল করলাম? একেবারে ভাত নাস্তার দাওয়াত দিতে হলো
দিতে হল নাকি নিয়ে নিল ?
সবাই একটু দোয়া করবেন,ঠিকভাবে যেন দাওয়াত খাওয়াতে পারি এবং মশলাপাতিও ঠিকঠাক হয়
আংকেল খুব ভালো রান্না করেন আর খেতেও পছন্দ করেন,ওনাকে খুশি করতে পারলেই হয়
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




