কাল নানু বাড়ীতে কল করলাম, অনেক কাজিন লাইন ধরে কথা বলল।আসলে কথা বার্তার প্যাটার্ন থাকে একি টাইপের
আপু কেমন আছ?
আমার জন্য এটা (বয়স এবং স্তী পুরুষভেদে আবদার ও ভিন্ন হয়) পাঠাবা
পিচ্চি মামাতো ভাই সামনুন বয়স ৪ বছর, মজার কথা বলল।
সামনুন :আপু কেমন আছ?
আমি:ভালো
সামনুন :তুমি আমার জন্য একটা গাড়ি পাঠাবা
আমি: এটা তো বাংলাদেশ না,এটা আমেরিকা এখানে গাড়ি পাওয়া যায় না
সামনুন(একটু হেসে): আরে আপু খেলনার গাড়ি
আমি: তাই তো বলছি খেলনার গাড়ি পাওয়া যায় না
সামনুন(অবাক হয়ে
আমি: আরে না খেলনা গাড়ি ,বড় গাড়ি কোনটাই পাওয়া যায় না
সামনুন (আরও অবাক
আমি:হেঁটে হেঁটে
সামনুন: ওরা গাড়ি চিনে না ?
আমি:না
সামনুন: আচ্ছা লাগবে না,প্লেন পাঠাও তাহলে
আমি: আরে আমেরিকানরা গাড়ি চিনে না,প্লেন তো দুরের কথা
সামনুন: প্লেন ও নাই?
আমি: হেঁটে, সাতাঁর কেটে
সামনুন: আদনান ভাইয়া(ওর বড় ভাই) বলসে তুমি প্লেন এ করে আসছিলা
আমি: আরে না,ও মিথ্যা বলেছে
সামনুন(রেগে গিয়ে): প্লেন নাই গাড়ি নাই, ওখানে কেন থাক?
আমি: আছে তো,
সামনুন:দোকানেও গাড়ি নাই?
আমি: না
সামনুন (আবার আগের কথার সাথে সুর মিলিয়ে) : প্লেন নাই ,গাড়ি নাই ,দোকানে খেলনা নাই,
এরপর সে চুপ, আমিও চুপ
এবার বিরক্ত হয়ে বলে উঠলো:
আমি: আছে তো
সামনুন (খুব খুশি হয়ে): তাহলে একটা ঘোড়া আনবা
আমি: আচ্ছা ঠিক আছে
আহারে বেচারা
পিচ্চি পাচ্চাদের বোকা বানাতে মজাই লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




