
সুমানগঞ্জের জলসুখা গ্রামের বাউল আখড়ায় প্রথম ঘেঁটুগান শুরু হয়। একজন রূপবান বালককে মেয়ে সাজানো হতো, সে নাচ-গান করত। হাওরাঞ্চলে বর্ষায় আমোদ-ফুর্তি ছাড়া কিছুই করার থাকে না। বিত্তবানরা গান-বাজনার ব্যবস্থা করেন, বাড়িতে ঘেঁটুপুত্র নিয়ে আসতেন। ঘেঁটুপুত্রদের নিয়ে তারা আমোদ-ফুর্তি করতেন। এই ঘেঁটুপুত্র নিয়ে হুমায়ূন আহমেদ তৈরি করছেন নতুন ছবি 'ঘেঁটুপুত্র কমলা'। তাঁর সংগ্রহে বেশ কিছু ঘেঁটুগানও আছে, এই ছবিতে সেসব গান ব্যবহার করা হবে।
৭ জুলাই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। শুটিং হবে নূহাশ পল্লীতে, সুনামগঞ্জের ধর্মপাশা থানার সুখাইর রাজবাড়িতে ও সিরজাগঞ্জে। হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় এ ছবিতে অভিনয় করবেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার, শামীমা নাজনীন, মাজনুন মিজান, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রমুখ।
এ প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, 'ছবিটি নিয়ে সংশ্লিষ্ট সবারই প্রত্যাশা অনেক বেশি। নিশ্চয়ই ছবিটি ভালো হবে।' ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন মামুন।
ব্লগে এ সংক্রান্ত একটি লেখা পড়েছিলাম কিছুদিন আগে কার যেন। প্রাসঙ্গিক মনে হওয়াতে কালের কন্ঠের এই লেখাটি দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




