
সারা দিনে কত মানুষের সাথে কথা হয়
ছোট বড় ছেলে মেয়ে নারী পুরুষ
বন্ধু আত্নীয় শ্রদ্ধাভজন গুরুজন -- কথা বলতে বলতে
সবাই তো জানতে চায় -কেমন যাচ্ছে দিন কাল ।
ভাল বলে প্রথমে সবাই --খুব ভাল বলে কয়েকজন
মোটামোটি বলে অনেকেই
ভাল না বলে দুএক জন ।
কিন্তু কিছুক্ষন নানা বিষয় নিয়ে কথা চলতে থাকেে
একসময় কোন না কোন ভাবে যেন মনের অজান্তেই বের হয়
তেমন ভাল নেই রে--এই ঝামেলা এই সমস্যা
আরো কত কি?
আমার মত কারো যেন এমন বড় সমস্যা নেই ।
দেশে থাকতে ভাল লাগেনা
পারলে বাইরে পাড়ি জমাতাম
চাকরী বদল করতে পারলে ভাল হতো
এই সুযোগটা পেলে ধন্য হতাম
আরো কত কি?
কথা শুনতে শুনতে মনে হয় যেন
হা হুতাশের জয়জয়কার --মানুষের মনে মনে
মানুষের ঘরে ঘরে ।
খুব একটি যাদুর কাঠি পেতে ইচ্ছে করে
যার ছোঁয়াই সব মানুষের মনের হতাশা বিলীন হবে
যার ছোঁয়ায় সব মানুষের হতাশা প্রত্যাশার রুপান্তরিত হবে ।
যার পরশে প্রতিটি মানবতার অন্তর প্রজ্জ্বলিত হবে
সোনালী ভোরের আলোর নবকিরণে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


