
একটা ছিল কালো বিড়াল
কালো বরণ কেশ
সিলেট অঞ্চলে ছিল সেই বিড়ালের দেশ ,
দুই চোখ তার আহারে কি মায়া

রেললাইনে পড়ল বিড়ালের ছায়া
....... .......।
তাহার কথা বলি

তাহার কথা বলতে বলতে রেললাইনের উপর দিয়া চলি ।
বিড়ালের ছিল অনেক লোপ
তাহার কোটিপতি হওয়ার ক্ষোব
সেই লোপ পূরণ করতে গিয়া
বিড়ালে করল ভুল

বিড়াল ভুল করিস না
ও বিড়াল ভুল করিস না

আমি ভুল করা বিড়ালরে আর ভোট দিব না ,


হাড্ডি খালি কাটা খালি

বিড়ালের সামনে রেললাইন
সেই রেললাইনের চিপায় পইড়া
বিড়াল করল ভুল ।
ও বিড়াল ভুল করিস না
আমি ভুল করা বিড়ালরে আর মাছের কাটা দিব না ,


এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
রেললাইনের উপর দিয়ে দৌঁড়াইয়া চলি
লাল সবুজ লম্বা ট্রেনে কোটি টাকা
আয় হয়রে.........
সেই টাকা চুরি কইরা
ভুল করলো বিড়ালে ।


ওবিড়াল ভুল করলি ক্যা ?
ভুল করা কালো বিড়ালরে
গদাম দিবোরে
সবুজ বরণ লাও ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কালো বিড়ালরে
গদাম দিতে ইচ্চা করে
আমার লাত্থি মারলে ইচ্ছা করে ।
কে কে লাত্থি দিবেন কমেন্ট করেন , একটা কমেন্ট একটা লাত্থি
