বহুদিন পরে আজ হঠাৎ মনে হলো যাই একটু সামুপাড়ায় গিয়ে ঘুরে আসি। নিজের ব্লগে গিয়ে দেলখাম বয়স হইলো ১ বছর ৪দিন। কখন কিভাবে ১ বছর কেটে গেল সেটা ভেবে ভেবে কিছু সময় নষ্ট করলাম। ব্লগ লিখে বছর পার করা কোন বিশেষ কৃতিত্বের মধ্যে পড়েনা কারণ সময়তো বয়ে যাবেই.....কিন্তু তবুও হারিয়েযে যাইনি সেটার প্রমাণ হলো প্রতি বর্ষপূর্তিতে সবাইকে নিজের ব্লগিং বয়স জানিয়ে দেওয়া। সন্তানের প্রথম জন্মদিনটা যেমন বাবামায়ের কাছে আনন্দময় তেমনি ব্লগিং এর ক্ষেত্রেও মনে হয় প্রথম বর্ষপূর্তি আনন্দময়।
বর্ষপূর্তির পোষ্টে সবাই ভালো লাগা খারাপ লাগা ব্লগারের লিস্ট দেয়। আমি দেবনা কারণ লিস্টি অনেক লম্বা হবে। ছোট বড় নির্বিশেষে সবাইরে আমি ভালাপাই...........।
বহুদিন পরে কিছু লিখলাম। পরীক্ষাটা শেষ হোক তারপর সব উইল বি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন.....( আরজেদের মত বাক্য)
সব কথার শেষ কথা গত ১ বছরে যদি কোন ফালতু পোষ্ট দিয়ে বা ফালতু মন্তব্য করে ভুলত্রুটি করে থাকি তাহলে সবাই নিজগুণে ক্ষমা করে দিবেন কারণ ক্ষমার উপরে আর কোন মহৎ গুণ নাই।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




