আমি ফিরে আসি বারবার
যেতে যেতে স্তব্ধতা, ছিন্ন হয়না শিকড়ের টান
ফিরে আসি আমি বাসা বাধার লোভে।
লজ্জাবতী পাতার মত প্রষ্ফুটিত গোলাপ খানা
হয়ে যায় চুপচাপ কলি
যৌবন অবিচ্ছিন্ন শৈশব থেকে
যাযাবর মন বাসা বাধে ভালবাসার লোভে।
স্থীতির পায়ে গ্রেনেড হানা দিয়ে
স্থীতির পরশে অবিস্ফোরিত গ্রেনেডখানা মৃত্যু যন্ত্রনায় কাতর
স্থীতির রাঙ্গা চোখে সুবধ বালক।
মধ্যাকর্ষন শক্তির কাছে হার মেনে
শান্তির ঘুম চেনা বিছানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




