জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার গোহাটা মোড় ও গাংড়া মোড়ে জামায়াত শিবির অতর্কিত হামলা চালালে এ ঘটনা ঘটে।
জামায়াত-শিবির কর্মীরা একত্রিত হয়ে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ মিছিল বের করতে বাঁধা দিলে শিবির কর্মীরা তাদের ওপর বেপরোয়া ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শংকর, এস আই জিয়ারুল, কনস্টেবল নওয়াব আলী ও মোসলেম উদ্দিন আহত হন। পরে পুলিশ জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া করে। এরপর আশপাশে থাকা ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল জহুরুল অসুস্থ হয়ে পড়ে।
আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) শংকর, এসআই জিয়ারুল, কনস্টেবল নওয়াব আলী ও মোসলেম উদ্দিন এছাড়া শাহ মুরাদ (৩০), ইয়াসিন আলী (৩০), জালাল উদ্দিন (২৬) এবং বাকি আহত দের পরিচিয় পাওয়া যায় নি।
মণিরামপুর থানার এসআই ইমরান সাংবাদিকদের জানান, সংঘর্ষের সময় কর্তব্যরত অবস্থায় কনস্টেবল জহুরুল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেই পথে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
খবরটি সংগ্রহ করা হয়েছে এই লিঙ্ক থেকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




