কৌতূহল নিয়া হঠাৎ কৈরা আজকে গ্রুপ ব্লগের লিংকে ক্লিক কর্ছিলাম। পাতাটা খুইলাই অবাক হৈলাম। চোখেমুখে বিস্ময় নিয়া দেখলাম, জন্মযুদ্ধ গ্রুপের তিন ধাপ উপ্রে শোভা পাইতেছে জামাতে ইসলাম গু রূপ। পজেটিভ থিংকার্সরে ছাড়াইয়া ১ নম্বর হওনটা দুই একদিনের মামলা বৈলা মনে হৈতেছে।
যাগ্গা, দেইখাটেইখা বহুত অবাক হৈছি। আর লজ্জা বাড়ায়েন না। জন্মযুদ্ধ গ্রুপের অ্যাডমিনরে কৈতেছি, গ্রুপটা সামহোয়্যার থিকা মুইছা দেন দয়া কৈরা। মুক্তিযুদ্ধের চেতনারে প্রজন্মান্তরে ছড়াইয়া দেওনের লক্ষ্য নিয়া যেই গ্রুপটার জন্ম, সেই গ্রুপ জামাতে ইসলামের নিচে থাকে কি কৈরা??
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




