somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুন তোমার উত্থান হবে...

০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে যত মহামানবের আবির্ভাব হয়েছে কারো জীবনই নির্ভেজাল যানজটমুক্ত কুসুমাস্তীর্ন ছিলনা। এক ঝঞ্চা বিক্ষুদ্ধ উত্তাল জলতরংগ রাশির প্রবল ঝাপটা মোকাবেলায় পারংগম হয়ে পথ অতিক্রমে তারা সদাতৎপর ছিলেন। কালের পরিক্রমায় তারা হয়েছেন যৌবন সুন্দরে দূতিময়। জীবনে ক্ষুধা দারিদ্র , না পাওয়ার কষ্টকর ব্যদনা ভূলে হয়তোবা ভালবাসাহীন তাদের তৃষিত অন্তর চাইত সম্মুখপানের এক ঝলমলে নান্দনিক জীবনভোগের। প্রচন্ড শক্তি সম্পন্ন এক ঝোকঁ সমসাময়িক ভোগসুখের আরাধনাকে ঝেটিঁয়ে দিত।প্রবৃত্তির বাস্তবতাকে তাঁরা উপেক্ষায় করতেন না গ্রহন করতেন সুষম সুন্দর পরিশীলিত বৈজ্ঞানিক পরিকল্পনা।

লক্ষ্যপানে পৌছার যথার্থ জ্ঞানব্যতীত সময়ক্ষেপন অর্থহীন। সুবিধা নেই লক্ষ্য অর্জনের পথে কোন বৈষয়িক , মানসিক বাধা ও বাস্তবতাকে মেনে নেয়া। তুমি যেখানে থাক তোমার স্বাতন্ত্র্য যেন তোমাকে বৈশিষ্ট্যমন্ডিত করে । নান্দনিকরুপে অভিহিত হও তুমি তোমার সমাজে । ব্যতিক্রম উদ্ভাবনী ও বিশ্লেষনী শক্তি তোমার উত্থানে সহায়ক শক্তি। তোমার প্রতিরোধে কে আসবে বল যখন তুমি সত্য ও পরিষ্কার হৃদয়ে আল্লাহ পাওয়ার আশায় অগ্রসর হও।

ধরনীর সুন্দর মূহুর্তগুলো সীমিত। ফুরাবেই তোমার সময়। সময়ের কোন এক বিন্দুতে তোমায় যেন বাতিল পরাশক্তির ভয় গ্রাস না করে । লক্ষ্য অর্জনে বিদ্রোহী হও । সংগ্রামী অবয়ব তোমাকে হাজার বছর পৃথিবীতে বাচিয়ে রাখবে। "পড় এবং পড়" এর কোন বিকল্প নেই । অনেক পড়া তোমার কঠিন প্রত্যয় প্রতিষ্ঠায় বারবার প্রেরনা হয়ে আর্বিভূত হবে । তোমার ভিতর আরেক "তুমি " সৃষ্টি করবে । একটি "বড় তুমি" তোমাকে তোমার সঠিক কক্ষপথে রাখবে। সেটি বিবেক এবং নৈতিকতাবোধের জ্ঞান। জীবনের পরতে পরতে ওহী ভিত্তিক জ্ঞান তোমাকে নিয়ে যেতে পারে কোন সুউচ্চ আসনে। সেখানে তুমি থাকবে তোমার বিকল্প কেউ নয়।

ভবিষৎ এ মানুষ যা হয় অধিকাংশ ক্ষেত্রে সে অনেক আগে মানসিকভাবে তা হয়েই থাকে । কোন ক্ষেত্রে পরিশ্রমের কারনে সে তা পায় অথবা পরিশ্রমের অভাবে ভাগ্যবিধাতা মুখ ফিরায়। একটি সুন্দর মনই পারে সুন্দর ভবিষৎ এর স্বপ্ন দেখাতে।

তুমি অগ্রে যাও তোমার স্থানে রচিয়া এক ভিন্নপথ ও মত। সাহসের সাথে কিছু স্বপ্নের জাল বুনো। পথ চল নিঃসংকোচে র্নিভয়ে। কথার যাদুর কথা হয়তো তুমি শুনে থাকবে। ছন্দের মায়া বন্ধনে আটকে পৃথিবী জয় সম্ভব। সম্ভব স্রষ্টাকে জয় সহ সবকিছু।মুসলিমদের সালাত স্রষ্টা প্রদত্ত কতেক সুন্দর মোহনীয় কথার যোগফল। তাইতো এটি বিশ্বাসীদের মেরাজ।

দুই ঠোটকে শিল্পসৌন্দর্য শিখাও। পরিবার সমাজ শত্রুতাবশে এটি সবথেকে বেশী কার্যকরী। মানুষের পশুত্ব অবদমিত করার মহৌষধ এটি। ভালবাসার রঙচটা মোড়কে এটি সরবরাহ কর। তাহলে পরিবার ও সমাজ বিনির্মান হবে তোমার আশা আকাঙ্খার প্রতিফলনে। কায়েমী শক্তির জন্য তুমি থেমে থেকনা । স্বযতনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী চাবুক কষতে হবে বাধার প্রাচীরে । জেনে রেখ ফাঁক কোথাও আছে তোমার বিরোধী শিবিরে । তুমি চেষ্টা করলে বিরোধী শিবির আটকা পড়বেই।

জীবন একটি নদী সদাবহমান ব্যস্ত। স্রোতের বলরেখার ভিতরে সে সম্রাট। বালি কঙ্কর পাতা ঘাস বৃষ্টি সবার সাথে নদী পরিচিত। বিচিত্র অভিজ্ঞতা তার । চলে নিরন্তর অভিষ্ট লক্ষ্যপানে । থামার কোন চিন্তা নেই কোথাও । স্রোত নিয়ে চলে তার সঙ্গীদের তীব্র আকর্ষনে। তরুন তুমি নদী হও ।

ছোট ছোট সফলতায় মানুষের আত্ববিশ্বাস নামক জীবটা বড় হতে থাকে। আস্তে আস্তে আত্ববিশ্বাস মহীরুহ হয়। বিশ্বজয়ের নেশায় সে উন্মাতাল হয় । দুনিয়ার তাবৎ কিছু ক্ষুদ্রাকার মনে হবে আত্ববিশ্বাসীদের। মরুঝড় লু হাওয়ার মত মহীরুহ হওয়া কোন তরুনের আত্ববিশ্বাস বাংলাদেশকে টেনে সামনে নিয়ে যাবে সৃষ্টি সুখের উল্লাসে । তরুন তুমি মরুঝড় লু হাওয়া হও।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার মাঈনউদ্দিন মইনুলকে ১৩ বছর পুর্তি উপলক্ষে অভিনন্দন।

লিখেছেন জেন একাত্তর, ১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৭



সামুর সুসময়ের আদর্শ ব্লগারদের মাঝে মাঈনউদ্দিন মইনুল হচ্ছেন একজন খুবই আধুনিক মনের ব্লগার; তিনি এখনো ব্লগে আছেন, পড়েন, কমেন্ট করেন, কম লেখেন। গত সপ্তাহে উনার ব্লগিং;এর ১৩ বছর পুর্ণ... ...বাকিটুকু পড়ুন

নিয়তির খেলায়: ইউনুস ও এনসিপিনামা

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৪



২০১৪ সালে মুক্তি পাওয়া আমেরিকান চলচ্চিত্র 'আনব্রোকেন' একটি সত্যি ঘটনার ওপর নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, আমেরিকান বোমারু বিমানের কিছু ক্রু একটি মিশন পরিচালনা করার সময় জাপানিজ যুদ্ধ বিমানের আঘাতে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি হিসাবে ড. ইউনুসের বিকল্প বাংলাদেশে নেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৪


রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মন ভালো নেই। জুলাই আন্দোলনের পর থেকে তিনি রীতিমতো কোণঠাসা! শেখ হাসিনা ভারতে প্রস্থানের পূর্বে তাকে জানিয়ে যান নি। শেখ হাসিনা চুপ্পু সাহেবকে উনার দুরবস্থার জন্য... ...বাকিটুকু পড়ুন

জাতী এখন পুরোপুরিভাবে নেতৃত্বহীন ও বিশৃংখল।

লিখেছেন জেন একাত্তর, ১২ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৩



শেরে বাংলার নিজস্ব দল ছিলো, কৃষক প্রজা পার্টি; তিনি সেই দলের নেতা ছিলেন। একই সময়ে, তিনি পুরো বাংগালী জাতির নেতা ছিলেন, সব দলের মানুষ উনাকে সন্মান করতেন। মওলানাও জাতীয়... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট

লিখেছেন আরোগ্য, ১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬



ওসমান হাদী অন্যতম জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, স্পষ্টবাদী কণ্ঠ, প্রতিবাদী চেতনা লালনকারী, ঢাকা ৮ নং আসনের নির্বাচন প্রার্থী আজ জুমুআর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয়েছে... ...বাকিটুকু পড়ুন

×