
শেরে বাংলার নিজস্ব দল ছিলো, কৃষক প্রজা পার্টি; তিনি সেই দলের নেতা ছিলেন। একই সময়ে, তিনি পুরো বাংগালী জাতির নেতা ছিলেন, সব দলের মানুষ উনাকে সন্মান করতেন। মওলানাও জাতীয় নেতা ছিলেন, উনার নিজের দল থাকা সত্বেও সব দলের মানুষ সন্মান করতো। শেখও ২ বাংলার মানুষের আস্হা পেয়েছিলেন।
এই মহুর্তে জাতিতে কেহ নেই যাকে জাতি সন্মান করতে পারে; মির্জা ফখরুল দেশের সবচেয়ে বড় দলের নেতা হলেও, মানুষের আস্হা তিনি কখনো পাননি; কারণ, তিনি নিজ দলের লোকদের সন্মান পাননি, বিএনপি'র লোকজন উনাকে তেমন পাত্তা দেয় না।
জামাতের নেতারা এই মহুর্তে বেশ সক্রিয়, অনেক কৌশল করছে, অনেক কথা বলছে; কিন্তু মানুষ ওদেরকে ভয় করে, ওরা মানুষের ক্ষতি ছাড়া ভালো করেনি অতীতে, ওরা বড় বড় হত্যাকান্ডের সাথে জড়িত ও ওদের চলাফেরা সভ্যতার বিপরিতে।
আমাদের জুলাই "বেপ্লবের" নেতা ইউনুস সাহেবের বড় বড় কয়েকজন সাপোর্টার ছিলেন ব্লগে; এখন এরা সবাই থেমে গেছেন; ইউনুস বদলে গেছে, নাকি উনার সাপোরটারদের মাথায় এনালগ প্রসেসর ছিলো?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



