পৃথিবীর যাবতীয় সৌন্দর্যই ভালবাসা
গোলাপের নরম শরীর আর
সবুজ পাতায় রোদের আলিঙ্গন
শিশিরের চুম্বনে জেগে ওঠা যুবতী ঘাস
পাহাড়ের চূড়া থেকে নেমে আসা
দুরন্ত জলের প্রবাহমানতা
পৃথিবীর যাবতীয় সৌšদর্যই ভালোবাসা
মাটির মোহময় টানে
বজ্রের মুখে মেলে দেওয়া বুক
নদীর সুরেলা তরঙ্গে ভেজা সবুজ তীর
শাদা পায়রার উড়াল পাখার ধ্বনি
বিশ্বাসের ঠোঁটে বিবেকের চুম্বন
পৃথিবীর যাবতীয় সোন্দর্যই ভালোবাসা
কপোত কপোতীর প্রেমময় চোখ
প্রশস্ত হৃদয় স্বচ্ছ বিবেক আর
মানচিএের অনন্ত প্রশান্তি-----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






