সামহয়ার ইন ব্লগ - নামেই যার পরিচয় । আমাদের মত আমজনতার মতপ্রকাশের স্বাধীন ও উন্মুক্ত ব্লগ । বিভিন্ন মতাদর্শের ব্যাক্তিবর্গের চিন্তাচেতনার প্রতিফলন ঘটছে এই ব্লগে । রাজনৈতিক ব্যাক্তিবর্গ হতে শুরু করে , আমজনতা , সাম্প্রতিক বিশ্ব , আস্তিকতা-নাস্তিকতা , দেশজুড়ে ঘটে যাওয়া নানান ঘটনা সম্পর্কে আলোচনা , বিশ্লেষণ এবং বিভিন্ন মানবিক ও আবেদনমুলক পোষ্টের সমারহ এই ব্লগে । এই ব্লগের জনপ্রিয়তা আমাদের কোন দেশের দৈনিক পত্রিকাগুলোর চাইতে কোন অংশে কম নয়। সামুর একজন নিয়মিত পাঠক হিসাবে আমার একটা দাবি আছে । সেই অধিকার নিয়ে সামুর মোডারেটর ও সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি ,
“ সামু নামে একটি মাসিক পত্রিকা (মেগাজিন) বের করা হোক ”
এতে যা যা থাকতে পারেঃ
১। প্রতিমাসে ব্লগারদের পোস্টসমুহের মধ্য থেকে বাছাইকৃত পোস্ট।
২। বিজ্ঞাপন ।
৩। কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টিপস এবং জিজ্ঞাসা।
৪। কুইজ প্রতিজগিতা ।
৫। গল্প ,কবিতা ,ছড়া,উপন্যাস ইত্যাদি।
৬। এস.এস.সি , এইচ.এস.সি , বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতি মূলক টিপস ।
৭। আস্তিকতা ও নাস্তিকতা সম্পর্কিত বিভিন্ন লেখা ।
৮। আন্তর্জাতিক বিশ্ব ।
৯। লুলিও পোস্ট সমুহ
১০।
উপরোক্ত বিষয় গুলো ছাড়াও আরও অনেক কিছু ।
কেন এই পত্রিকার প্রয়োজন ?
১। আমাদের মূল্যবান পোস্টগুলো প্রকাশিত হবে ।
২। এডিটর হিসাবে কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে ।
৩।এই পত্রিকার মাধ্যমে ব্লগ কতৃপক্ষের নতুন উপার্জনের পথ সৃষ্টি হবে (বিজ্ঞাপন ও মেগাজিন বিক্রয়ের মাধ্যমে)।
৪। প্রতিমাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা গুলোর পোস্ট প্রিন্টেড কপি হিসাবে পাওয়া যাবে।
৫। যারা নিয়মিত ইন্টারনেট ব্যাবহারের সুযোগ পায়না তারা মাস শেষে পোস্টগুলো পড়তে পারবে ।
ইত্যাদি ইত্যাদি ।
অসুবিধা সমূহঃ
১। রাজনৈতিক ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করলে আইনগত ঝামেলার সমুক্ষিন হতে হবে ।
২। এক মাস পূর্বের ঘটনা সমূহ পড়তে হবে
এই প্রস্তাব সম্পর্কে আপনার ভাবনা জানান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




