ফুল দিয়ে কি লাভ যদি তা কোন কাজে না আসে। সম্মান দেখানোর প্রয়োজন হলে আল্লাহর কাছে যেন তাদের সম্মান বাড়ে সে ব্যপারে দোয়া করা উচিত। ফুল হওয়া উচিৎ শহীদের আত্মীয়দের জন্য, তাদের সমস্ত দায়িত্ব নেয়া উচিত রাষ্ট্রের অথচ তাদের আত্মীয়রাই কুঁড়েঘরে বসবাস করে।
“আপনি কবরে শায়িতদেরকে শুনাতে সক্ষম নন” (সূরা ফাতির ২২)।
“আপনি মৃতদেরকে আহ্বান শোনাতে পারবেন না” ( সূরা নামল ৮০)।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মানুষ যখন মারা যায় তখন তিনটি আমল ব্যতীত তার সকল আমলই বন্ধ হয়ে যায়। ১. সাদাকায়ে জারিয়া, ২. মানুষ উপকৃত হয় এমন ‘ইলম এবং ৩. নেক সন্তান, যে তার জন্য দু‘আ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




