
আজকে আমার আরেকবার মৃত্যু হলো। প্রতিদিনই হয়, এ আর নতুন কিছু নয়। সকালে ধাঁধা নিয়ে আশাহত চোঁখ খোলা ও তারপরই আবার নির্ভেজাল কষ্টগুলোর মুখোমুখি। বড় বেশি একরোখা এই অনুভূতিগুলি।
জীবনের অনেক খেলা। সব খেলাই শক্ত। হেরে যাওয়া যখন অনিবার্য, তবে আর ভাবার কি? আত্মহত্যাই হতে পারে সমস্ত কষ্টের মুক্তি। নিঃশ্চয়ই শোনাবে আমায় কতো শত যুক্তি। মৃত্যু সবারই নিশ্চিত। তোমার, আমার ও সকলের পুরোপুরি; অল্প নয়, অবশ্যই নয় আংশিক বা কিঞ্চিত। তারপরেও করি অমর থাকার ঘুম পাড়ানো গান। শুয়ে পড়া শিশুদের মতো। আর কতো!
কষ্ট থেকে বাঁচার একমাত্র উপায়, মৃত্যকে আলিঙ্গন করায়। আত্মহত্যা অবশ্যই জীবন অপেক্ষা কম বেদনার। বেঁচে থাকার মাঝে কি বা আছে করার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



