আমার ছোট ভাই ঢাকা ইউনিভারসিটি থেকে বিবিএ এবং এমবিএ কম্পিলিট করে বর্তমানে সি.এ. পড়ছে। সে সিএ পার্ট-১ এবং পার্ট-২ পাস করেছে। পার্ট-৩ এর জন্য প্রস্তুতি নিচ্ছ।
গত এক সপ্তাহ আগে সে তার এক বন্ধুর নানী অসুস্থ হওয়ায় তাকে রক্ত দিতে গিয়েছিল। রক্ত দেওয়ার আগে টেষ্ট করে ধরা পরে তার রক্তে হেপাটাইসিস বি এর জীবানু আছে। তার পর তাকে একজন ডাক্তার দেখানো হলো তিনি অনেকগুলো টেষ্ট দেন। সেগুলো দুবার করে পপুলার ও ইবনে সিনায় করিয়েছি।
গতকাল সবগুলো রিপোর্ট নিয়ে তাকে সহ ডাক্তারের কাছে গেলে ডাক্তার সবগুলো রিপোর্ট দেখে তাকে প্রেসক্রিপশন দিলেন যে সপ্তাহে একটি করে ইনজেকশন নিতে হবে ৬ মাস। প্রতিটি ইনজেকশনের মূল্য ২০,০০০/- ( বিশ হাজার) টাকা করে।
আমি আমার ভাইকে ভাল কোন প্রফেসর ডাক্তার দিয়ে দেখাতে চাচ্ছিলাম। আপনাদের কারো যদি খুব কাছের কোন পরিচিত ডাক্তার থাকে তাহলে আমাকে জানাবেন। অনেক উপকৃত হব। গত কাল থেকে অনেক কস্টে দিন কাটাচ্ছি।
আপনাদের কারো কোন মতামত থাকলে জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




