আসলে বললে তো অনেক কিছুই বলা যায়... এইযে যেমন ধরেন, সামুতে অনেকে অনেক দরকারি বিষয় নিয়া পোস্ট দেয়...অনেকে আবার অনেক ইনফরমেটিভ বিষয় দেয়...অনেকে মজার, হাস্যরসাত্মক পোস্ট দেয়...অনেকে ছবি পোস্ট করে...কেউবা গল্প সাইন্স ফিকশন এইসব দেয়, কেওবা আবার নানা রকম ফাইযলামি করে......একজন আরেক জনের সাথে খোঁচাখোঁচি কইরাও পোস্ট দেয়......কিন্তু, আসল বিষয় টা হইলো...আমি ক্যান জানি কোন পোস্ট দিতে পারিনা......
যেমন ধরেন, একটা বিষয় নিয়া পোস্ট দিমু ভাবতাসি, ভাবতাসি...সামুর পাতা রিলোড হইতেই দেখি, আয় হায়......আরেক ভাই অই বিষয় লইয়া পোস্ট দিয়া দিসে......কি আর করা ...তখন, সে কি লেখসে, কারা কারা কি কইল, এইসব দেইখা কাটাইয়া দেই.........আসলে, অনেক কিছু লেখতে মুঞ্চায়...কিন্তু, সময় এর অভাবে লেখা হয়ে উঠেনা, বা পারিনা......দেখা গেলো, অফিস থেইকা খুব খাটা-খাটনি কইরা রাত ৯ টায় বাসায় ফিরসি...তখন, অই আর কিছু করার বা লেখার মতো এনার্জি থাকেনা......
.........এত বেস্ততার ফাঁকেও, যেইসব ভাই বোনেরা পোস্ট দেন...টা সেইটা যেমন পোস্টই হোক না কেন...তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কারনে, যে তারা একটু হইলেও আমাদেরক্যা এই যান্ত্রিক জীবনের ফাকে মজার আর পাঠক হৃদয়ের খোরাক দিচ্ছেন।
এইডা একটা ফাউ পোস্ট আসিলো...যারা যারা পইড়া বিরক্ত হইসেন, তাদের প্রতি দুঃখিত...দুয়া কইরেন, সামনে যেন আমিও আপনাগো মতো পোস্ট দিতে পারি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



