প্রচন্ড বৃষ্টির ভিতরে রাস্তায় দাড়িয়ে আছেন রিকশার জন্য, কিন্তু কোন রিকশাই যেতে চাচ্ছেনা। বহু চেষ্টার পর একটা রিকশা দাঁড় করালেন, রিকশাওয়ালাকে বললেন ‘নিউমার্কেট যাবেন’? সে না সূচক জবাব দিয়ে ঠিক আপনার পাশে সুন্দরী এক মেয়েকে নিয়ে ঠিকই নিউমার্কেট চলে গেল আর আপনি বোকার মত চেয়ে চেয়ে দেখলেন, তখন কেমন লাগে বলুন তো?
সারাদিন গাধার মত খেটে অফিস থেকে যখনই বাসায় ফিরেন, তখনই বউয়ের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যান এবং বউ যখন যেটার আব্দার করে সেটা পূরণ করার চেষ্টা করেন, বউকে সবসময় নতুন জুতা, শাড়ী, কাপড় ইত্যাদি কিনে দিলেও নিজে আগের সেই পুরোনো কাপড় পড়ে অফিসে যান কিন্তু নিজের জন্য সহজে কিছু কিনেন না। কোন কারনে বউর সাথে ঝগড়ার বাধলো, ঝগড়ার একপর্যায়ে বউ বললো “তুমি সারাজীবন আমাকে কি দিয়েছো, তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল”
আপনি একটু খুটখুটে টাইপের, কেউ আপনার কাপড় চোপড় বা জিনিসপত্রে হাত দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়, সহজে কাউকে আপনার জিনিস ইউজ করতে দেন না, এমনকি মার্কেট থেকে কোন কাপড় কিনে আনার পর কেউ আপনার প্যাকেট খুলে ফেললে সেটা আর ব্যবহার করেন না। বাবা-মা ধুমধাম করে বিয়ে দিলো, বাসর রাতে বউয়ের কাছে গেলেন এবং বুঝলেন আপনার বউয়ের আগে বয়ফ্রেন্ড ছিল,
আপনি প্রবাসে থাকেন, দেশে সুন্দরী বউ রেখে গেছেন। প্রতিদিন স্ত্রীর সাথে কথা না বললে আপনার ঘুম হয়না, স্ত্রীর জন্য বুকে সব সময় একটা টান অনুভব করেন, আপনার স্ত্রীও আপনাকে পাগলের মত ভালবাসে, আপনি যত টাকা বেতন পান, সব দেশে স্ত্রীর একাউন্টে পাঠিয়ে দেন, বাবা-মা’র অগোচরে গোপনে কিছু গয়নাগাটিও পাঠিয়েছেন। হঠাৎ শুনলেন সেই স্ত্রী অন্যের হাত ধরে আপনার যত টাকা পয়সা, গয়না গাতি আছে সব নিয়ে চম্পট দিয়েছে,
আপনি বাসা থেকে বের হবেন অফিস বা অন্য কোথাও যাওয়ার জন্য ঠিক সেই সময় তুমূল বৃষ্টি শুরু হলো, তখন মেজাজটা কেমন হয় বলুন তো? তারপরও একটা ইয়া বড় জাম্বু সাইজ ছাতা নিয়ে বের হলেন, কিছুদুর যাওয়ার পর দেখলেন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে এবং আকাশ ফকফকা সাদা, তখন কেমন লাগে বলুন তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


