গতকাল দিনটা ভালই কেটেছে।সকালটা বিষণ্ন কাটলেও দুপুর আসতেই মনের ভিতর উন্মাদনা শুরু হয়ে গেল কারন,দুপুর ২টা থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল'এর KRB(Khulna Royel Bengals vs BB (Barisal Burners) এর মধ্যকার ক্রিকেট ম্যাচ।যাহোক,
KRB আমাদেরকে হতাশ করেনি।ব্যাটে বলে সমান কারিশমা দেখিয়ে BB (Barisal Burners) কে ৭ উইকেটে পরাজিত করল । মনটা তো আনন্দে আত্মহারা।বিকালে মামার বাসায় যাওয়ার উদ্দেশে হল থেকে বের হলাম,ওমা !! এসব কি?।সুন্দরী অষ্টাদশী যুবতীরা পরনে হলুদ শাড়ি এবং খোপায় ফুলের সাজে তাদেরকে সজ্জিত করে প্রিয় ক্যাম্পাসে ঘুরছে প্রিয়জনের হাত ধরে ,ঠিক যেন কপোতকপোতি! এদেরকে দেখে ওপার বাংলার নায়ক সোহম অভিনীত 'ফান্দে পড়িয়া বগা কান্দে' সিনেমার ''এ মনের সেলফোনে চার্জার কেন জোটেনা....... কবে কবে কবে মামু আমাদেরও হবে'' গানটি মনে পড়ে গেল।যত্তসব ঊটকো চিন্তা মাথায় নিয়ে চললাম মামার বাসার দিকে।ওখানে গিয়েও অবাক হলাম,simple ঊদ্দেশে গেলেও আসার সময় আকস্মিক ভাবে মামি আমার হাতে ধরিয়ে দিলেন শেখ মুজিবের ছবি সংবলিত ৫০০ টাকার একটা ঝকঝকে নোট। আমি তো থ বনে গেলাম! মেঘ না চাইতেই বৃষ্টি!! মামার বাসা থেকে ফেরার পথে দোয়েল চত্তর হয়ে বইমেলার ভিতর দিয়ে এসে রাজু ভাষ্কর্য মোড়ে রাস্তা পার হচ্ছি,এমন সময় আবিষ্কার করলাম একজন মধ্যবয়স্ক ব্যক্তিকে(বাংলাদেশের একজন স্বনামধন্য সাবেক ক্রিকেটার),যিনি তার অকর্মণ্য,নির্বোধ ড্রাইভারটিকে খুঁজে ফিরছিলেন যে কিনা অনির্ধারিত জায়গায় গাড়ি পার্ক করে ভদ্রলোকটিকে কষ্ট দিচ্ছিলেন। যাহোক,আলাপচারিতা পর্ব শেষ করতেই ঊনি আমাকে বললেন,''হাসান তোমার সময় থাকলে আমাকে একটু সাহায্য করবে,গাড়িসহ আমার ড্রাইভারটিকে খুঁজে পাচ্ছিনা" আমি সাতপাচ না ভেবেই রাজি হয়ে গেলাম,হাজার হলেও...... ।প্রায় আধা ঘন্টা দুজ'নে খোঁজাখুঁজির পর বে-আদব ড্রাইভারটিকে খুঁজে পেলাম ।ইতোমধ্যে একসাথে অনেক সময় ছোটাছুটির সুবাদে আমি জড়তা কাটিয়ে ঊনার সাথে অনেকটা ফ্রি হয়ে গেলাম। ঊনি আমাকে ঊনার মোবাইল নম্বরও দিলেন। অতঃপর,হ্যান্ডশেক ও টাটা বাই বাই বলে তিনি চলে গেলেন,আমিও ফিরে আসলাম শান্তির নীড় হলে,মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলাম,দিনটি ভালভাবে অতিক্রান্ত হওয়ার জন্য। কিন্তু শঙ্কা হচ্ছে.....আজ কি হবে ??
পুনশ্চঃ স্বনামধন্য সাবেক ক্রিকেটারটি হলেন রকিবুল হাসান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






