ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন চাঁদপুর একটি জনবহুল গ্রাম ।শিক্ষা ,সংস্কৃতি ও ঐতিহ্যে এ গ্রামটি থানার মধ্যে বিশেষ অবস্থান অর্জন করেছে।বর্তমানে এ গ্রামটি শিক্ষা ক্ষেএে প্রভূত অগ্রসর হচ্ছে ।ঢাবি,রাবি,জবি,ইবি,বুয়েট,ডুয়েটসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজসমূহে প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত ।স্বনামধন্য ইঞ্জিনিয়ার,ব্যবসায়ী থেকে শুরু করে ইউরোপ,আমেরিকা,কুয়েত,মালয়েশিয়া,সাইপ্রাস সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় শতাধিক অভিবাসী রয়েছে ।উল্লেখ্য, ধর্মীয়ক্ষেত্রেও গ্রামটি বেশ অগ্রসর ।এ গ্রামে ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,১টি বে-সরকারী প্রাথমিক
বিদ্যালয়,দ্বিতল বিশিষ্ট ১ টি মাধ্যমিক বিদ্যালয় ,৩ টি মসজিদ ও হরিণাকুণ্ডু থানার সর্ববৃহৎ গণ কবরস্থান রয়েছে ,রয়েছে নিজস্ব বাজার ব্যবস্থা ।সবমিলে জেলাশহর থেকে ৫ কিলোমিটার দূরের এ গ্রামটিতে সম্প্রীতির অভাব ছিল না ,কিন্তু সাম্প্রতিক কালে বাল্যবিবাহ,জুয়াখেলা, মাদকসেবন ও ব্যবসার প্রসার ঘটায় সামগ্রিক পরিবেশের অবনতি ঘটছে । চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম
শিক্ষা বিভাগের শিক্ষক ও কাজী মাওলানা আঃ রহিমের অনুগ্রহে দায়িত্বপ্রাপ্ত মোঃ সাইদুল ইসলামের দৌরাত্মে চলছে বাল্যবিবাহের ধূম ।মুক্তা ,সাথী,চান্দিনা,সোনালীসহ আরও অনেক নাবালিকা বাল্যবিবাহের অভিশাপে অভিশপ্ত ,মুক্তা ও সাথী এখন তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়িতে,সোনালি ও চান্দিনাও প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে ।আর মাদক ও জুয়াখেলার অবস্থা আরও ভয়াবহ ।সন্ধ্যার পর থেকে নদীর ওপারে মনি মিয়ার
বাড়ি ও পশ্চিমপাড়ার বিল্লালের বাড়িতে চলে মাদকের আড্ডা,গ্রামের যুবসমাজ হাত বাড়ালেই পাচ্ছে বাংলা মদ,গাঁজা ,তাড়ী ইত্যাদি মরণ নেশার উপকরণ ।এছাড়া পশ্চিমপাড়ার দুদু ও আব্দুল্লাহ'র দোকানে চলে রমরমা জুয়াখেলার আসর ।জুয়াখেলার অর্থ জোগাতে অনেকে চুরিসহ অনেক গর্হিত কাজে জড়িয়ে পড়ছে ।এসব অপকর্মে যারা জড়িত তাদের কোন সম্মানবোধও নেই,প্রতিবাদ করলে কি যুবক! কি মুরুব্বী!
সবাইকেই এদের কাছে হেনস্থ হতে হয় অথচ সংশ্লিষ্ট প্রশাসন এসব বিষয়ে নির্বিকার।জনস্বার্থসংশ্লিষ্ট এ সমস্যাগুলো গুরুত্ব সহকারে সমাধানের কি কেউ নেই? প্রশাসন? সেটাতো অকর্মণ্য,গলাবাজ রাজনীতিবিদদের নখদর্পণে আর সামাজিকভাবে কেউ কিছু করবে, সেখানেও রক্ষণশীল সমাজপতিদের হস্তক্ষেপ ।এ অবস্থা থেকে কি উত্তরণ, আদৌ সম্ভব? নাকি
সভ্যযুগে এমন অসভ্যতা চলতেই থাকবে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






