এই ধরুন একঝাঁক ভালবাসা ; আদরের রেনু
ফুল হলে টলমলে ঝলমলে কাকলীয়া কালো
দূর থেকে
হুর ডেকে
কাছে টেনে নেয় হুরবালা
আড়ীপাতে ভালবাসা ভোর ।
গলায় তখন্ও থাকে রাতগড়া মালা ।
এইস প্লাস পানি দিয়ে ভেতরে প্রবেশ :
আগের আচঁলমুখ মেয়ে নিয়ে হেসে উঠে সীমান্তি ছেলে ।
কেউ যেন ঘন ঘন দিতে বলে নীল ডানা মেলে ।
ডানা মেলা ভোর : টুপটুপাটুপ জলে
মধুরিমা আবিরেরা খোলে - চাঁদদোর ।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




